রাসেল রাসেল ডাক দিয়ে যায়
বনের দোয়েল টিয়ে,
চম্পা বকুল হাস্নাহেনা
ফুটেছে চমকিয়ে।
আর ফেরে না রাসেল সোনা
আর ডাকে না মাকে,
গুমড়ে কাঁদে ঘুঘু শালিক
পাতার ফাঁকে ফাঁকে।
রাসেল কোথায় লুকিয়ে আছে
কোথায় তাকে পাই ?
কোন পশুরা ছিনিয়ে নিলো
সঠিক জবাব চাই?
এমন কথার জবাব খোঁজে
পুঁচকে সে এক কবি,
তার কবিতা ছড়ায় ছড়ায়
যায় এঁকে তার ছবি।
ছবির ভেতর রাসেল সোনা
মিষ্টি করে হাসে,
বললো, “কবি আছি আমি
তোমার পাশে পাশে।”