নেই ঘরে নেই উঠোনটাতেও-বত্রিশের বাঁকে,
কোথায় রাসেল ভাইটি জানো, কেউ দেখেছো তাকে?
কোথায় রাসেল ভাইটি তুমি কোথায় গেলে,কই
তোমায় খুঁজে পেতে সবার কেমন সে হইচই!
তোমার প্রিয় সাইকেল তোমায় খুঁজছে ইতি উতি,
তোমার খোঁজে গোলাপ জবা মল্লিকা জুঁই যুঁথি।
তোমার খোঁজে শালিক পাখি বনের সবুজ টিয়ে,
ময়না-ফিঙে হয়রান খুব তোমায় খুঁজতে গিয়ে।
তোমার খোঁজে নিত্য চপল ঝরনা জলের ধারা।
বন ও বনের লতা পাতা তোমায় খুঁজে সারা।
তোমায় খোঁজে ঝিল জলা বিল খলসে মাগুর পুঁটি,
দুষ্টু পিপিলিকা খোঁজে করতে সে খুনসুঁটি।
তোমার টমির কাছে তুমিই কেবল সেরা এক!
তোমায় খোঁজে পায়রা বাকুম ধানমন্ডির লেক।
তোমার খোঁজে সবার মুখে রাসেল রাসেল ধ্বনি,
স্বদেশ-পাড়া ভাই ও বোনের তুমি চোখের মনি।