রাসেল একটি নাম

অরুণ শীল | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৭:০৭ পূর্বাহ্ণ

রাসেল একটি নাম রাসেল একটি সুর
ছড়িয়ে যাওয়া আলো দুরন্ত রোদ্দুর।
রাসেল একটি নদী স্বচ্ছ শীতল জল
রাসেল একটি ফুল লাবণ্যে টলমল।

রাসেল উছল শিশু শিশির ধোয়া মুখ
প্রাণকাড়া তার হাসি আদুরে টুকটুক।
বোনের স্নেহ আদর ভাইয়ের ভালোবাসা
মায়ের চোখের মনি বাবার পরম আশা।

বাড়ির সবার ছোটো সবুজ রাজকুমার
পঙ্খিরাজও নেই, নেই ঢাল তলোয়ার।
ছিলো এক সাইকেল আর কিছু কবুতর
বাজিয়ে মিষ্টি বেল মাতিয়ে রাখতো ঘর।

রাসেল কি রূপকথা? না, করুণ ইতিহাস!
বাংলাদেশের বুকে একটি দীর্ঘশ্বাস
তার বুকেতেও গুলি! তার উপরেও রোষ!
জাতির পিতার ছেলে এটাই কি তার দোষ?

রাসেল বাংলাদেশে চিরশিশুর প্রতীক
ঘাতক-নরপিশাচ ধিক, তোমাদের ধিক।

পূর্ববর্তী নিবন্ধও রাসেল
পরবর্তী নিবন্ধরাম ধনুকের তীর