ভাই হারানোর দুঃখ নিয়ে বুকে
আমরা কি আর থাকতে পারি সুখে?
তাইতো আজ হারিয়ে ফেলি ভাষা
রাসেল ছিলো আশা, ভালোবাসা।
রাসেল ছিলো দুচোখ জুড়ে স্বপন
হৃদয় মাঝে সাহস ছিলো বপন
বাবার সাথে হাঁটতে যেতো মাঠে
ইস্কুলে তার মন বসাতো পাঠে।
উদারতা ভরা ছিলো মনে
মানবতা ছিলো প্রতি ক্ষণে।
নির্ভরতার প্রতীক ছিলো ঘরে
এমন ছেলে মারলো কেমন করে?
কেমন করে ছুঁড়লো তারা গুলি
রক্ত ঝরে উড়লো মাথার খুলি।
পাষণ্ডরা আজকে কোথায় তোরা
রাসেল আছে সবুজ বিশ্বজোড়া।
যেদিক তাকায় যেদিকে যায় কবি
সবখানেতে রাসেল তোমার ছবি।