রাসেলের খোঁজ

আবদুল লতিফ | বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

পাখিদের কাছে করি
রাসেলের খোঁজ
চোখ মুছে চলে যায়
তারা রোজ রোজ।

বাগানের গাছে গাছে
ডালে ডালে খুঁজি
সুবাসিত ফুল হয়ে
ফুটে আছে বুঝি।

বাগানের ফুটে থাকা
ফুলেদের বলি
রাসেলের খোঁজ নিতে
আসো সবে চলি।

মাঠ ভরা শিশুদের
মাঝেও সে নাই
রাসেলের খোঁজ তবে
কোথা গেলে পাই।

এথা নাই সেথা নাই
নাই কোনো খানে
তারা হয়ে জ্বলে দূর
আকাশের পানে।

পূর্ববর্তী নিবন্ধদস্যি ছেলের বৃষ্টি বিকেল
পরবর্তী নিবন্ধস্বপ্ন আছে