রাসূলের (দ.) মিল্লাতে অটল থাকলেই পরকালে মুক্তি

আহলে সুন্নাতের সভায় আল্লামা জুবাইর

| শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, মানুষের কঠিন মুহূর্তে হলো কবর, ঐ কবরেই সবাইকে রাসুলের দলে (মিল্লাত) পরিচয়ে রাখা হবে। রাসূলের (.) মিল্লাতে অটল থাকলেই পরকালে মুক্তি সম্ভব হবে। ১১ মার্চ (মঙ্গলবার) উম্মুল মোমেনিন হযরত মা খাদিজাতুল কোবরার (রাঃ) ওফাত বার্ষিকী স্মরণে আলোচনা সভা, ইফতার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম হালিশহর থানা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত আয়োজিত ও আল হাসনাইন মিশন বাংলাদেশের সৌজন্যে অনুষ্ঠিত মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন আল হাসনাইন মিশন বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা আলহাজ্ব মুহাম্মদ মাঈনুদ্দীন সান্‌জারী। মাওলানা হেলাল উদ্দিন আল কাদেরীর সঞ্চালনায় অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দদের মাঝে বক্তব্য রাখেন মহানগর আহলে সুন্নাতের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন আনোয়ারী, সহসাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান ইমু, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মাওলানা হাফিজুর রহমান, হালিশহর থানা সভাপতি মাওলানা মহিউদ্দিন তাহেরী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান প্রস্তুুতি কমিটির আহবায়ক এডভোকেট শাকিল আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদখল দূষণ ও ভরাটে বিপন্ন কোহেলিয়া নদী
পরবর্তী নিবন্ধআছিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে পেকুয়ায় মানববন্ধন