রাসুল (সাঃ) মানবতার পথ প্রদর্শক, তাঁর নির্দেশিত পথে চলতে হবে : আনোয়ারুল আলম চৌধুরী

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৮:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম এডুকেশন রিচার্স সেন্টারের সেক্রেটারি এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুল (সাঃ) বিশ্ব শান্তি ও মানবতার পথ প্রদর্শক, রাসুলুল্লাহ (সাঃ) এর আদর্শই উত্তম আদর্শ। তাকে অনুসরণ অনুকরণ করে সেই অনুযায়ী জীবন পরিচালনার বিকল্প নেই। আমরা সবাই রাসুলের উম্মত, তাই সবাইকে রাসুলুল্লাহ (সাঃ) এর আদর্শকে বুকে ধারণ করতে হবে।

বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) লোহাগাড়ার দরবেশ হাট বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত পবিত্র সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক। বিশ্বমানবতার জন্য আদর্শ হিসেবে স্বয়ং আল্লাহ তাআলাই তাঁকে দায়িত্ব দিয়ে এ পৃথিবীতে পাঠিয়েছেন। রাসুল (সাঃ) দ্বীনের আলোকে নিজের জীবন, পরিবার, সমাজ-রাষ্ট্র ইত্যাদি সব কিছু পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালনায়, বিচারকার্যে, নীতি- নির্ধারনে তিনি ছিলেন আদর্শ ব্যক্তি।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ড. মাওলানা মাহমুদুল হক উসমানী।

লোহাগাড়া সদর ইউনিয়ন সাংগঠনিক ও যুব সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সভাপতি মাস্টার আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক সেন্টার লোহাগাড়া উপজেলার সভাপতি ও বার আউলিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।

এতে আরো আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়ন আমীর অধ্যাপক জহির মুহাম্মদ শামসুদ্দিন, লোহাগাড়া সদর ইউনিয়ন নায়েবে আমীর মাওলানা হেলাল উদ্দিন, লোহাগাড়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন, দরবেশ বাজার ওয়ার্ডের সভাপতি মাওলানা আবু মুহাম্মদ তোয়াহা, বিশিষ্ট সমাজ সেবক হারুনুর রশিদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুর নতুন উপাচার্য প্রফেসর ড. লুৎফুর রহমান
পরবর্তী নিবন্ধখুলশী মার্ট ও স্বপ্ন সুপারশপে নানা অনিয়ম, জরিমানা