রাসুল সাঃ এর নির্দেশিত পথে জীবন গড়তে হবে : অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:২২ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী বলেছেন, মুসলমান হিসেবে সবাইকে “মুহাম্মদুর রসূলুল্লাহ (সাঃ) এর জন্ম বৃত্তান্ত, নবুয়্যত, জীবনবৃত্তান্ত সম্পর্কে জানতে হবে এবং রাসুল সাঃ এর নির্দেশিত পথে জীবন গড়তে হবে তাহলেই দুনিয়া ও আখেরাতে শান্তি মিলবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। সে অনুযায়ী নিজের ইলম ও আমলে পরিপূর্ণ হতে হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়াকুল এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড এর উদ্যোগে আয়োজিত পবিত্র সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে সীরাতুন্নবী মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ড. মাওলানা মাহমুদুল হক উসমানী।

লোহাগাড়া সদর ইউনিয়ন সাংগঠনিক ও যুব সম্পাদক মাওলানা মুহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আ.ন.ম নোমান, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহর এর আমীর প্রফেসর ডা.জালাল আহমদ।

লোহাগাড়া সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ এর সহ-পরিচালনায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জহির মুহাম্মদ শামসুদ্দিন, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন।

মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি হাসান মুহাম্মদ আমিনুল ইসলাম।

মাহফিলে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সভাপতি মাস্টার আব্দুস সালাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা কামাল উদ্দিন।

মাহফিলে কুরআন তেলাওয়াত করেন হাফেজ সাইফুদ্দিন এবং নাতে রাসুল পেশ করেন পারভেজ আল ফারাবী। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সকল কর্মী ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকাল সাজেক ভ্যালি ছাড়বেন পর্যটকরা
পরবর্তী নিবন্ধনতুন ব্রিজে বেপরোয়া ট্রাক পিষে মারল ২ জনকে, আহত ১১