পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বিভিন্ন স্থানে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। জুলুসে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
আঞ্জুমান-এ-রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট : আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার পৃষ্ঠপোষকতায় মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদরাসার সহযোগিতায় জয়েন্ট কোয়ার্টার মাদরাসার সামনে থেকে গতকাল মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস বের হয়।
জুলুসটি মাদরাসা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসায় এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুহাম্মদ সাদেক খান এপি। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর মো. সলিম উল্লাহ সলু, মো. শহিদ উল্লাহ, মো. নুরুল ইসলাম রতন, মুহাম্মদ সিরাজুল হক, মো. মিজানুর রহমান, মো. আব্দুল মালেক বুলবুল, শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, হাজী নুরুল আমিনসহ ঢাকা আঞ্জুমান ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ।
আমির ভাণ্ডার দরবার : পটিয়ার আমির ভাণ্ডার দরবার শরীফে ১৮তম ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে সালাওয়াতে রাসুল মাহফিলের নবম দিবস গত ২৬ অক্টোবর দরবারের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। শায়ের মুহাম্মদ শওকত ইরফান কাদেরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক হিসেবে তকরীর পেশ করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম আল্লামা নুর মুহাম্মদ সিদ্দিকী। তকরীর পেশ করেন মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা সৈয়দ মুহাম্মদ হামিদুল হক আল কাদেরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ শামসুদ্দোহা আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ মহিউদ্দীন আমিরী, হাজী মুহম্মদ আবুল ফয়েজ কমিশনার, মুহাম্মদ আমির হোসেন, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, মুহাম্মদ আবদুল আলীম. মুহাম্মদ আরিফুল হক, মুহাম্মদ নুরুল করিম। আরও উপস্থিত ছিলেন সালাওয়াতে রাসুল মাহফিল উদযাপন পরিষদের উপদেষ্টা মুহাম্মদ শহিদুল আলম, মিলাদ কিয়াম পরিচালনা করেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ মোনায়েম আমিরী, সভাপতিত্ব করেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ মেহরাজ আলম শাহ আমিরী। দরুদ শরীফের খতম আদায় করেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ মোদ্দাচ্ছের আমিরী। মাহফিলে কুরআন তেলাওয়াত, নাত ও মানকাবাত পরিবেশন করেন- শায়ের মুহাম্মদ মেহরাজ রেজা কাদেরী ও শায়ের মুহাম্মদ হাছান উদ্দিন।
বায়েজীদ বোস্তামীর (রহ.) দরগাহ : হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ ময়দানে ২৬ অক্টোবর আন্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে মুফতি আল্লামা শাহ্সূফী কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) প্রতিষ্ঠিত ৬ দিনব্যাপী সুন্নী সমাবেশের ৪র্থ দিবসে বক্তারা বলেন, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের অশেষ রহমত হচ্ছে হযরত মুহাম্মদ মোস্তফা (দঃ)’র এ পৃথিবীতে শুভাগমন। এতে সভাপতিত্ব করেন আল্ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। আল্ আমীন হাশেমী দরবারের সাজ্জাদাশীন কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন আল্লামা হাফেজ ওয়ালী উল্লাহ আশেকী আলকাদেরী (মু.জি.আ), আল্লামা মোস্তফা আব্দুর রহিম, আল্লামা আজিজুল হক হোছাইনী, সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সর্দার, আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী, মাওলানা হাফেজ জাফর আলম, মওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নিশান।
ইসলামী যুব কল্যাণ ফ্রন্ট : পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.), আহলে বায়তে রাসুল (দ.) ও শাইখ নুরুল ইসলাম ফারুকী (রহ.) স্মরণে এক মাহফিল বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া চত্বরে আল্লামা কাজী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা ইয়াছিন মাহমুদ সিদ্দিকি (মু.জি.আ)। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের চেয়ারম্যান মাওলানা ড. এস.এম. বোরহান উদ্দিন। আলোচক ছিলেন মাওলানা হাসান রেজা আলকাদেরী, মাওলানা মুহাম্মদ উল্লাহ সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল। এস.এম. বয়ান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এস.এম. রিদুওয়ান, মহিউদ্দিন জহুর, সাইফুদ্দীন জহুর, হাজী আইয়ুব, ফিরোজ আলম, আব্দুল করিম, ইয়াছিন আনসারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হায়দার আলী, তারেক রেজা, নাজমুল হক আশিক, ওমর ফারুক, মুহাম্মদ মারুপ, মো. মুন্না, মো. সাজ্জাদ, মো. সাকিব, ফোরকান, মুহাম্মদ ইমরান, আবুল হাশেম, এস.এম. এমরান, মোজাম্মেল, নিজাম উদ্দিন, গিয়াস উদ্দিন প্রমুখ।
এস এম নাছিমা বেগম মাদ্রাসা : এস এম নাছিমা বেগম দাখিল মাদ্রাসার আয়োজনে ৫ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলের ৩য় দিন গত ২৬ অক্টোবর বাদ আছর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এম এ রহিমের সভাপতিত্বে প্রধান ওয়ায়েজ হিসেবে আলোচনা করেন প্রভাষক ফেরদৌসুল আলম খান আলকাদেরী। বিশেষ ওয়ায়েজ ছিলেন সিনিয়র মুদাররিস মুফতি মুহাম্মদ মহরম আলী আলকাদেরী। মৌলানা আনোয়ারুল আজিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, মাওলানা এরফানুল করিম সিদ্দিকী, নুরুল আবছার চৌধুরী মেম্বার, মোকাম্মেল হক তালুকদার, নুরুল হক মেম্বার, হারুন সওদাগর, ফজল আকবর চৌধুরী, সহ-সুপার মাওলানা মুহাম্মদ আবু সরোয়ার, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা ফখরুদ্দিন, হাফেজ লিয়াকত আলী, মাস্টার ইকবাল হোসেন, মাস্টার মহিউদ্দিন, মাস্টার সাইফুদ্দিন,আবুল ফয়েজ মামুন, হাবিব উল্লাহ, নুরুল আলম, শাহ আলম সওদাগর প্রমুখ।
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী : গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানার উদ্যোগে জশনে জুলুছ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে সংগঠনের সভাপত্বি ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মুহাম্মদ শাহজান, মুহাম্মদ আলাউদ্দিন খান, মুহাম্মদ মুছা, হাজী মুহাম্মদ ইউসুফ আলী, কাজী মুহাম্মদ আবদুল হাফেজ, মুহাম্মদ জসিম উদ্দিন, হাফেজ মাওলানা আবদুল হালিম, কাজী মুহাম্মদ রবিউল হোসেন রানা, মুহাম্মদ সাহাবুদ্দিন, মুহাম্মদ মুছা, মুহাম্মদ নাঈমুল হাসান তানভীর, মুহাম্মদ জসিম উদ্দিন সওদাগর, মুহাম্মদ ইলিয়াস, মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ জামাল উদ্দিন।
গাউসিয়া কমিটি দক্ষিণ কাট্টলী ওয়ার্ড :
গাউসিয়া কমিটি বাংলাদেশ ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড শাখার উদ্যোগে মাহে রবিউল আউয়ালের স্বাগত র্যালি গত ২৬ অক্টোবর নছর উল্ল্যাহ চৌধুরী জামে মসজিদ হতে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজির দিঘীর জামে মসজিদ চত্বরে এসে শেষ হয়। সংগঠনের সভাপতি মুহাম্মদ মুসলিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ আবদুল হাফেজের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ আলী, মুহাম্মদ নুরুল ইসলাম, কাজী রবিউল হোসেন রানা, মুহাম্মদ ওয়াহিদ, জাহিদুল ইসলাম জিকু, মুহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ হাসান, মুহাম্মদ সারোয়ারুল আলম, ডা. এ.কে শামসুদ্দিন রাসেল, মুহাম্মদ ওয়াহিদুল আলম, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ শাহজান, মুহাম্মদ মনু, মুহাম্মদ আসলাম প্রমুখ।