সৌদি আরবের পবিত্র নগরী মদিনা শরীফে যথাযথ মর্যাদায় সম্পন্ন হয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদীয়ে জামান হযরতুল আল্লামা শাহসূফি সৈয়দ আবু জাফর মুহাম্মদ সেহাবউদ্দীন খালেদ (রহঃ)’র চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে কনফারেন্স। গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ আবরার ইবনে সেহাব আল–ক্বাদেরী আল–চিশতী (মা.জ্বি.আ)। আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া সৌদি আরব শাখার সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে কনফারেন্সে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা জসিম উদ্দিন নূরী, মুফতি মোহাম্মদ গোলাম মওলা, সরোয়ার জামান, মাওলানা শহিদুল্লাহ মূন্সি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবরার ইবনে সেহাব বলেন, রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আল্লাহ পাক ওয়াদা করেছেন তিনি তার প্রিয় হাবীবকে এমনভাবে দিবেন তাতে রাসুল (সাঃ) সন্তুষ্ট হয়ে যাবেন। বক্তব্যে তিনি আরো বলেন কাল হাশরের ময়দানে যখন আমরা বে সাহারা হয়ে যাব, তখন আমরা দেখতে পাব আমরা গুনাহগার উম্মত কে পার করার জন্য আল্লাহর কাছে সিজদাহ্ করে রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে খুশি করার জন্য বলবেন আজ কে জান্নাতি কে জাহান্নামী সেটা দেখা হবে না যতক্ষণ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে না ততক্ষণ জান্নাতের দরজা খোলা থাকবে। সেইদিন মূলতঃ রাসুল (দ,) এর শান–আজমত প্রকাশের জন্যেই আল্লাহ তায়ালা হাশরের ময়দান কায়েম করবেন। প্রেস বিজ্ঞপ্তি।












