রাসুল (দ.) এর পদাঙ্ক অনুসরণে উভয় জগতের মুক্তি নিহিত

ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর সুন্নী সমাবেশে বক্তারা

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যাগে পবিত্র ফাতেহা এ ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ৩৬ তম সুন্নী সমাবেশ ২৫ ডিসেম্বর সারাদিন ব্যাপী স্থানীয় হাজী মোশারফ আলী বিদ্যালয় সংলগ্ন পশ্চিম মাঠে সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় শাহী জামে মসজিদের খতিব আল্লামা ইদ্রিস আনছারী।

স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি আলহাজ্ব এ কে এম বখতিয়ার। মওলানা শহিদুল্লাহ কাদেরীর সঞ্চালনায় দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কুরআন, খতমে গাউসিয়া আলীয়া, খতমে খাজেগান। হযরত নজির আহমদ শাহ মাদ্রাসার শিক্ষার্থী ও শায়ের তানভীর হোসেন তারেকের পরিবেশনায় হামদ নাত গজল কেরাত পরিবেশিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। প্রধান বক্তা ছিলেন আল্লামা এনাম রেজা আলকাদেরী। বক্তব্য রাখেন আল্লামা আবুল হাসনাত আল কাদেরী, আল্লামা ইমরান হাসান আল কাদেরী, আল্লামা আবুন নুর মুহাম্মদ হাচ্ছান বিন নুরী, মাওলানা হারুন রশীদ নক্সবন্দী, মাওলানা কাজী কুতুবউদ্দিন রজভী। অতিথি ছিলেন রাজনীতিবিদ সরোয়ার আলমগীর প্রমুখ। সুন্নী সমাবেশে বক্তারা বলেন, এদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামের মাধ্যমে। রাসুল (.) ও আউলিয়ায়ে কেরামের পদাঙ্ক অনুসরণে উভয় জগতের মুক্তি নিহিত। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হলে আউলিয়া কেরামের পথ অনুসরণ করতে হবে। মানবজীবনের অন্যতম মহৎগুণ হচ্ছে রাসুল (.)’র প্রতি ভালবাসা। এ গুণ অর্জনের চেষ্টা ও অনুশীলন ছাত্রযুবসমাজকে মর্যাদা ও গৌরবের শ্রেষ্ঠতম স্থানে পৌঁছে দিতে পারে। সুন্নী সমাবেশে উপস্থিত ছিলেন গাউছিয়া জিলানী সমাজকল্যাণ পরিষদের সভাপতি এ কে এম বখতিয়ার, নুরুল ইসলাম মানিক, মওলানা শফিউল আজম, মওলানা আবদুল মন্নান আনসারী, মুহাম্মদ আবদুল্লাহ, মওলানা সরোয়ার আলম আল কাদেরী, মওলানা সৈয়দ আলী আকবর তৈয়বী, মওলানা মহিউদ্দীন রেজা খান, হাফেজ নুরুচ্ছফা, মওলানা নাজিম উদ্দীন রেজভী। তিনযুগ বর্ষপূর্তি উপলক্ষে আলোকধারা পাঠাগারের পক্ষ থেকে আল জিলানী নামক একটি দেওয়ালিকা স্মরণিকা প্রকাশিত হয়। মিলাদ কিয়াম পরিচালনা করেন মাওলানা সরোয়ার আলম কাদেরী। দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসচ্ছল নারীকে সেলাই মেশিন প্রদান
পরবর্তী নিবন্ধশেষের যাত্রী