দরবার এ বেতাগী আস্তানা শরীফ : ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম শুভাগমনের ১৫০০ বছর উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত ১১৫ তম পবিত্র মহান ১৩ রবিউল আউয়াল পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ৭ সেপ্টেম্বর দরবার এ বেতাগী আস্তানা শরীফে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। দুই পর্বে বিভক্ত অনুষ্ঠান মালার ১ম পর্বে দরবারে বেতাগী আস্তানা শরীফের উদ্যোগে বেতাগী আনজুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্র, অভিভাবক, এলাকার সর্বস্তরের জনসাধারণ, মুহিব্বীন মুরিদানদের অংশগ্রহণে ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় বেতাগী আস্তানা শরীফ হতে কদলপুর সুলতানুল আরেফিন হযরত আশরফ শাহ বলখী রাহমাতুল্লাহির মাজার শরীফে মোটর শোভাযাত্রা সহকারে জসনে জুলুছের কার্যক্রম অনুষ্ঠিত হয়। জুলুসটি মোটর শোভা যাত্রার মাধ্যমে বেতাগী আস্তানা শরীফ হতে শুরু হয়ে বেতাগী চম্পাতলী, তিনচৌদিয়া, পোমরা শান্তিরহাট, কাপ্তাই রোড হয়ে পাহাড়তলি,চুয়েট, কদলপুর এর গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিত করে কদলপুর হযরত আশরফ শাহ রাহমাতুল্লাহির মাজার শরীফে গিয়ে শেষ হয়। জুলুছের নেতৃত্ব প্রদান করেন এবং দুই পর্বেই বক্তব্য রাখেন ও আখেরী মোনাজাত করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য, হিজরী নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আলী)। শোভা যাত্রা শেষে কদলপুর শাহী দরবার শরীফে শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান’র তত্ত্বাবধানে এক সংক্ষিপ্ত অনুষ্টান আয়োজন করা হয়। শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান পেঠান শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন শাহজাদা বদরুদ্দিন মুহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম পরিবেশন করেন শাহজাদা কামরুল আরশ মুহাম্মদ মাহমুদুর রহমান জিলান ও মোহাম্মদ বোরহান উদ্দিন। মিলাদ পরিচালনা করেন শাহজাদা কামরুল আরশ মুহাম্মদ মাহমুদুর রহমান জিলান। কদলপুর দরবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কদলপুর দরবার শরীফের শাহজাদা মাওলানা জামালুদ্দিন আশরাফী, পোর্ট সিটি ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইশতিয়াক রেজা, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী। বাদ আসর হতে ২য় পর্বে মাওলানা আরিফুর রহমান রাশেদের সঞ্চালনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে তাকরির করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত’র প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুহাম্মদ নুর মুহাম্মদ আল কাদেরী (মা.জি.আলী), বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, ওয়াজেদিয়া আলীয়া মাদরাসার আরবী প্রভাষক আল্লামা আবদুল হাই হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানীয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা জসিমউদ্দিন আল কাদেরী, মাওলানা মাহফুজুল হক আল কাদেরী। মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা আমিনুল হক আল কাদেরী, শাযের মাওলানা মুহাম্মদ ইসহাক, শাহজাদা আহমদ উল্লাহ মুহাম্মদ জিয়াউর রহমান আবু শাহ, শাহজাদা শাহ আহসান উল্লাহ (শাহচান্দ), শাহজাদা মোহাম্মদ মাহবুবুর রহমান (মওলানা), শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান, শাহজাদা নাহিদ শাহ, শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ সারোয়ার আজম, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, মুহাম্মদ এনামুল হক সিদ্দীকি, মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা আবু জাফর বাদশা, মাওলানা দিদারুল আলম চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান রুমী, মোহাম্মদ খলিলুর রহমান, মুহাম্মদ এমরান হোসেন পেয়ারু, মোহাম্মদ আলমগীর, এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর, মোহাম্মদ শামীম, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আলমশাহ, মোহাম্মদ হাশেম কন্ট্রাকটর, বখতিয়ার সওদাগর, ডাঃ মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হারুন, মাস্টার দেলওয়ার হোসাইন সাইফু, মাস্টার এহসানুল করিম, মোহাম্মদ সোলায়মান, শাহজাদা আবু বকর মুহাম্মদ সিদ্দিকুর রহমান সাকলাইনসহ বিভিন্ন দরবারের সাহেবজাদা, উলামায়ে আহলে সুন্নাত গণ উপস্থিত ছিলেন।

হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ : ১২ দিনব্যাপী ঈদ–এ মিলাদুন্নবী (দ.) সমাবেশের ১২ তম দিনে সভাপতির বক্তব্য রাখেন আল্লামা শাহ্সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.)। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ৪ সেপ্টেম্বর হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ শরীফ সংলগ্ন শাহী জামে মসজিদে মহান রবিউল আউয়ালে মুফতি আল্লামা শাহসূফী আলহাজ্ব কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.)’র হাতে গড়া প্রতিষ্ঠিত ১২ দিনব্যাপী পবিত্র ঈদ–এ মিলাদুন্নবী (দ.) সমাবেশ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.)’র সভাপতিত্বে ১২ তম দিবস অনুষ্ঠিত হয়। প্রধান মেহমান ছিলেন আউলাদে গাউসুল আজম মাইজভান্ডারী (ক.)’র সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম (মা.জি.আ.)। ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম (মা.জি.আ.)। শাহজাদা আল্লামা হাফেজ কাযী মুহাম্মদ খালেদুুর রহমান হাশেমী (মা.জিআ.)’র সঞ্চালনায় আলোচক হিসেবে ছিলেন আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মা.জি.আ.), কাটিরহাট হযরত শাহ জাহান শাহ (রহ.) দরগাহ জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ শিব্বির আহমদ উসমানী। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ। পরিশেষে মিলাদ কিয়াম ও তাবারুক বিতরণের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

আমির ভাণ্ডার দরবার : গত ৪ সেপ্টেম্বর মহান মাহে রবিউন নুর প্রিয় নবীর হিজরত ও জশনে ঈদে মিলাদুন্নবীর ১৫০০বছর স্মরণে আমির ভাণ্ডার দরবার শরীফ শাহী ময়দানে বিগত বছরের ধারাবাহিকতায় ২৩তম ১২দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী ও সালাওয়াতে রাসুল মাহফিলের ২৫ সমাপনী দিবসে পবিত্র ১২ রবিউল আউয়ালের বারভী রজনীতে হযরতুলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমিরভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে মেহমান আলা হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মনজিলের মোন্তাজেম ও সাজ্জাদানশীন শাহসুফী সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী ও শাহসুফী ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী। আলোচক ছিলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী, আল্লামা সৈয়দ সাইফুল্লাহ সুলতানপুরী, আল্লামা শেখ সাইফুল্লাহ ফারুকী, আল্লামা সৈয়দ নেওয়াজুল হক চিশতী, শাহজাদা সৈয়দ জাবের হাসান হাফেজনগরী, আওলাদে আমিরভাণ্ডারীগণের মধ্যে উপস্থিত ছিলেন শাহসুফি মাওলানা সৈয়দ মামুন রশিদ আমিরী, আলহাজ্ব সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহজাদা সৈয়দ নুরুল হুদা আমিরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ আসরার আমিরী, শাহজাদা সৈয়দ কামাল হোসেন আমিরী, মাওলানা সৈয়দ সায়েম উল্লাহ আমিরী, শাহজাদা মাওলানা সৈয়দ মোকাররম আমিরী, মাওলানা সৈয়দ নঈমুল মোস্তফা আমিরী, সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী, মাওলানা সৈয়দ দৌলত উজ্জমান আমিরী, মাওলানা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী, শাহজাদা মাওলানা আশরাফুজ্জামান আমিরী, শাহজাদা মাওলানা শরাফুজ্জামান আমিরী, মাওলানা মনোয়ার মিজবাহ সানজিদ আমিরী, শাহজাদা ইন্তেখাবুজ্জামান আমিরী, শাহজাদা মাহতাব হোছাইন আমিরী। সম্মানিত অতিথি ছিলেন মুহাম্মদ নুরুল ইসলাম অডিটর, মুহাম্মদ নুরুল আলম, এডভোকেট মুহাম্মদ ইলিয়াস, সৈয়দ মুহাম্মদ আবুল কালাম, শাহজাদা সৈয়দ সালাউদ্দিন মাহমুদ ফরহাদাবাদী, শাহজাদা জামাল উদ্দিন ফরহাদাবাদী শাহজাদা নুরুল আলম ফরহাদাবাদী, শাহজাদা রাশেদুল আলম, রশিদ এনাম, সুফি মুহাম্মদ ইদ্রিস মিয়া, সুফি মুহাম্মদ মাসুদ , মুহাম্মদ জহিরুল হক, মুহাম্মদ তৈয়বুর রহমান ব্যাংকার, মুহাম্মদ নুরুল আলম সওদাগর, সৈয়দ মুহাম্মদ আবুল হাসনাত আদিল, মুহাম্মদ মোরশেদ আমিরী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর বিভিন্ন সংগঠক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। হামদ ও নাত পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ তারেক আবেদীন, সৈয়দ সামিউল হক ফরহারবাদী, মুহাম্মদ শওকাত আলী ইরফান, মুহাম্মদ নজরুল ইসলাম। সঞ্চালনায় ও দুরুদ শরীফ পাঠ করেন শায়ের মুহাম্মদ মেরাজ রেজা কাদেরী। সমাপনী দিবসেও মাহফিলের প্রারম্ভে পবিত্র কুরআনুল কারীমের খতম আদায়ের করেন পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, পটিয়া আমির ভাণ্ডার বশরিয়া এতিমখানার ও ওয়ায়েস খাতুন আউলিয়া হেফজখানার ছাত্রবৃন্দ। মহানবীর শিক্ষা আর গাউসুল আজম মাইজভাণ্ডারী তথা সুফীদের দীক্ষা হল পরমতসহিষ্ণুতা–সাজ্জাদ হোসাইন মাইজভাণ্ডারী

মাইজভাণ্ডার দরবার শরীফ : ফটিকছড়ি প্রতিনিধি জানান, মাইজভাণ্ডার দরবার শরীফে গাউছিয়া আহমদিয়া মঞ্জিলস্থ শাহী ময়দানে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় ২০ রবিউল আউয়াল স্মরণে ১২ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ আছর হতে জশনে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়। একইসাথে গাউসুল আজম মাইজভাণ্ডারীর একক উত্তরাধিকারী পৌত্র অছিয়ে গাউসুল আজম মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর চান্দ্রবার্ষিকী বেছাল মাহফিলে ছদারত করেন শাহসুফি সৈয়দ মনিরুল হক মাইজভাণ্ডারীর স্থলাভিষিক্ত জিম্মাদার আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সভাপতি শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সহসভাপতি শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী। এতে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন, আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম আলকাদেরী, আল্লামা মুহাম্মদ মোশারফ হোসেন হেলালী, আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী, আল্লামা ড.মুহাম্মদ জাফর উল্লাহ, আল্লামা সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম কাশেম কাঞ্চনপুরী, আল্লামা মুহাম্মদ শায়েস্তা খাঁন আল আজহারী, আল্লামা শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, আল্লামা সৈয়দ মুহাম্মদ মাসুম কামাল আল আজহারী,আল্লামা সৈয়দ নুর মোহাম্মদ আলকাদেরী, আল্লামা সৈয়দ মুহাম্মদ বশিরুল আলম মাইজভাণ্ডারী, আল্লামা মুফতি ইলিয়াছ হোসাইনী মাইজভাণ্ডারী, আল্লামা মুহাম্মদ মুজিবুল হক প্রমূখ। মাহফিলে আওলাদে খোলাফায়ে গাউসুলআজম মাইজভান্ডারীসহ দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন মাইজভাণ্ডারী বলেন, মহানবীর শিক্ষা আর গাউসুল আজম মাইজভাণ্ডারী তথা সুফীদের দীক্ষা হল পরমতসহিষ্ণুতা। অন্যের ভিন্নমত, বিশ্বাস বা আচরণকে শ্রদ্ধা ও সহনশীলতার সাথে গ্রহণ করা এবং এর প্রতি সহানুভূতিশীল হওয়া। এটি এমন একটি সামাজিক ও রাজনৈতিক ধারণা যা সমাজে বৈচিত্র্যকে গ্রহণ করতে শেখায় এবং ধর্ম, সংস্কৃতি ও রাজনৈতিক মতামতের মতো ভিন্নতাকে সহ্য করার ক্ষমতা অর্জনে সহায়তা করে। কেন্দ্রীয় সহকারী সচিব মাওলানা মুহাম্মদ হাসান ও মাওলানা মুহাম্মদ জহুরুল হকের যৌথ সঞ্চালনায় সংগঠনের কেন্দ্রীয় পরিষদ, জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর শাখা– দায়রাসহ সর্বস্তরের আশেকানে মোস্তাফা (দ.)গণ দলেদলে জুলুসসহকারে এই মহতি মাহফিলে যোগদান করেন। পরিশেষে সংগঠনের দারুত্ত্বালীম প্রতিনিধি মাওলানা মুহাম্মদ ওসমান গনী মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন।

চিটাগং ইন্টারন্যাশনাল স্কুল : চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো: আবুল হাসানের সভাপতিত্বে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ব মানবতার মুক্তির দূত মহামানব মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনী নিয়ে শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চট্টগ্রাম ইউনিভার্সিটির অধ্যাপক মাওলানা মোহাম্মদ ইছহাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের সেক্রেটারি প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, জয়েন্ট সেক্রেটারি ও একাডেমিক অ্যাডভাইজর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন ও ফাইন্যান্স ডাইরেক্টর মোহাম্মদ শহীদ উল্যাহ সেলিম প্রমুখ। স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান।

রেজা–এ কামালিয়া আশেকান পরিষদ নোয়াপাড়া : পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) উদযাপন উপলক্ষে রেজা–এ কামালিয়া আশেকান পরিষদ নোয়াপাড়ার ব্যবস্থাপনায় আজিমুশশান মিলাদ মাহফিল রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধূরী হাটস্থ হাজী আবদুর রউফ সূফী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন দরবারে কামালিয়া শরীফের পীরে ত্বরীকত, বিশিষ্ট গ্রন্থকার শাহসূফী সৈয়দ সিদ্দিক রেজা। প্রধান আলোচক ছিলেন দরবারে কামালিয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ মাসূম কামাল আল আজহারী। বিশেষ আলোচক ছিলেন উত্তর হরলা চন্দনাইশ পূর্ব জোয়ারা মহিলা মাদ্রাসার আরবী মুদাররিস মাওলানা মোহাম্মদ ছানা উল্লাহ নোমানী, হাজী আবদুর রউফ সূফী জামে মসজিদের খতীব সূফী জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ আনছারুল হক। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল্লাহ সাকিবের সঞ্চালনায় উক্ত আয়োজনে বক্তব্য রাখেন শাহজাদা মোহাম্মদ মোরশেদ কামাল, হাফেজ মোহাম্মদ ইসমাইল, হাফেজ মোহাম্মদ নাঈম উদ্দীন, মাওলানা মোহাম্মদ আমীর হোসেন, হারুনুর রশীদ রুমি, সংগঠক ছালামত উল্লাহ বাবুল, সংগঠক মোহাম্মদ আলাউদ্দিন আল কামাল, মোহাম্মদ জামিল উদ্দীন লালু, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ ইরফাত, মোহাম্মদ মফিজ উদ্দিন, হাফেজ মোহাম্মদ রাহাত, জহির আহমদ, রফিকুল ইসলাম প্রমুখ। মাহফিলে কর্মসূচীতে ছিল খতমে খাজেগান,হামদ, নাত, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ।

দাওয়াতে ইসলামী বাংলাদেশ : দাওয়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে নবী হযরত মুহাম্মদ (সা.) মিলাদুন্নবীর ১৫০০ বছর পূর্তিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে ইজতেমায়ে মিলাদের (সুবহে বাহারা) আয়োজন হয়। ইজতেমায়ে মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফায়ে আমীরে আহলে সুন্নাত হযরত মাওলানা হাজী উবায়েদ রযা আত্তারী মাদানী। এছাড়াও উক্ত ইজতেমায় আরও উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার রুকন হাজী আব্দুল মুবিন আত্তারী, দাওয়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ শওকত আত্তারী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ আজাদ আত্তারী, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ আবেদীন আত্তারী সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। রাত ১০টা ২৬মিনিট থেকে শুরু হয়ে সুবহে সাদিক পর্যন্ত এই ইজতেমার কার্যক্রম অব্যাহত থাকে। এতে কুরআনে পাক হতে তিলাওয়াত, নাতে রাসূল (সা.) পাঠ এবং বিভিন্ন দিকনির্দেশনা ও সংশোধনমূলক বয়ান করা হয়। চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা হতে অসংখ্য আশিকানে রাসূল এই ইজতেমায় অংশগ্রহণ করেন। ইজতেমা শেষে মিলাদ–কিয়ামের পর দেশ ও জাতির কল্যাণে এবং ফিলিস্তিনসহ সারা বিশ্বের নিপীড়িত মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করার মাধ্যমে ইজতেমার পরিসমাপ্তি ঘটে। পরেদিন শনিবার সকাল ৮টা থেকে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে জুলুস বের হয়। যেখানে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে আগত মুসলমানেরা অংশগ্রহণ করেন।

সংযুক্ত আরব আমিরাত : সংযুক্ত আরব আমিরাতের দুবাই কাদি গ্রুপ অব কোম্পানির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুবাই হামেরিয়া বড় মসজিদের পাশে মোহাম্মদ রফিকের বাসভবনে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। উদ্বোধক ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. রফিক। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর কুতুব উদ্দিন বাহার, এশিয়ান হসপিটালের চেয়ারম্যান লায়ন সালাহ উদ্দিন আলী।
মুজিবুল হক মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালাল উদ্দিন মদিনা, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক কমিউনিটি নেতা আব্দুস সালাম তালুকদার, বাংলাদেশ সমিতির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার, জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, ইয়াকুব সৈনিক, মাহী আলম, রফিকুল আলম, মোদাচ্ছের শাহ, হুমায়ূন কবির সুমন, ইউসুফ রানা, এরশাদ কন্ট্রাক্টর, মোঃ শহিদুল্লাহ, মোঃ মোস্তফা চৌধুরী, লোকমান হোসেন, হাশেম উদ্দিন, এসএমএস আখতার হোসেন, তৌহিদুল আলম, মোঃ ইসমাইল, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ হাবিব গনি, স্বপ্নম আরা স্বপ্ন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল কবির চৌধুরী।










