রাসুলের (সা.) সুন্নাহর বাইরে কোনো শরীয়ত তরিকত নেই

গারাংগিয়া মহিলা মাদরাসার মাহফিলে বক্তারা

| রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৪২ পূর্বাহ্ণ

গারাংগিয়ার পীর শাহ মাওলানা হাফেজ মাহমুদুল হাছান ছিদ্দিকী হামেদী (ম.জি.আ) বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর সুন্নাহর বাইরে কোনো শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত নেই। রাসূল (সা.) যা পালন করতে আদেশ করেছেন এবং যা থেকে দূরে থাকতে নিষেধ করেছেন, তা আন্তরিকতার সঙ্গে মানার নামই ঈমান, আকিদা এবং তরিকত।
সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাযিল মাদ্‌রাসার দুইদিনব্যাপী (গত বৃহস্পতি ও শুক্রবার) বার্ষিক সভা, বড় হুজুর (রাহ.) ও ছোট হুজুর (রাহ.) এর বার্ষিক ইছালে সওয়াব মাহফিল এবং তরিকত সম্মেলন শেষে গতকাল শনিবার ভোরে আখেরী মোনাজাতের আগে উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মাহফিলে বরেণ্য ওলামা-মাশায়েখ ওয়াজ-নসীহত পেশ করেন। উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে মাহফিল সুসম্পন্ন হওয়ায় মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি শাহজাদা ইসলাম ছিদ্দিকী, সহ-সভাপতি মাওলানা এ আর এম মহিউদ্দিন রাশেদ, সদস্য সচিব জসিম উদ্দিন ও অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ফারুকী সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভোটাধিকার হরণ করে চট্টলার মাটিকে কলঙ্কিত করেছে সরকার
পরবর্তী নিবন্ধহালদা রক্ষা করেই উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে