রাসুলের (সা.) মুজিযাসমূহের মধ্যে আল কুরআন শ্রেষ্ঠ

চুনতী সীরত মাহফিলের ১৫তম দিবসের আলোচনায় বক্তারা

| সোমবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:২৮ পূর্বাহ্ণ

চুনতীর ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিলের ১৫তম দিবস গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিক উদ্দিন ছিদ্দিকী। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামীর যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন চট্টগ্রাম কদমতলী রওশন জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইসমাঈল হানাফী, চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাওলানা এনামুল হক মুজাদ্দেদী, লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আবদুল কাদের নিজামী।

বক্তারা বলেন, পিয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) এর মুজিযাসমূহের মধ্যে কোরআনুল মাজীদ শ্রেষ্ঠ ও স্থায়ী মুজিযা। তা আল্লাহর দ্বীন ইসলাম এবং ইসলামের সভ্যতার এক বড় প্রমাণ।

আল্লাহর কালাম আল কোরআন সাইয়্যেদুল মুরসালীন হযরত মুহাম্মাদ (সা.) এর উপর অবতীর্ণ। এটি সকল সৃষ্টজীবকে তার প্রতিযোগিতায় অক্ষমকারী। সকল মানুষজিন, প্রবীণনবীন, প্রথম দিকের ও শেষ দিকের সকলের জন্য এটি চিরন্তন মুজিযা। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কেউ আল কোরআনের সূরার তূল্য একটি সূরাও রচনা করতে পারবে না। কোরআন তেলাওয়াত ও না’আতে রসূল (সা.) পরিবেশন করেন শোয়াইব উদ্দিন মুবিন, আবু শরীফ মুহাম্মদ হাসনাইন, হাফেজ মাওলানা আতিকুল্লাহ মোবারক, কামরুল হোছাইন রাকিব, খলিলুল্লাহ সোহাগ।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আবু তাহের, এইচ এম মাহাবুবুল হক, সাইফুদ্দিন মোহাম্মদ তারে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ওয়াহেদ আকবর পাড়া প্রবাসী পরিষদের ধর্মীয় সম্মেলন
পরবর্তী নিবন্ধসৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) বার্ষিক ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা