মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া চান্দগাঁও থানা : আওলাদে রাসূল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম মাওলানা শাহ্ছুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর (মঃ) পক্ষে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) চান্দগাঁও থানা কার্যকরী সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জশনে জুলুস নগরীর মোহরাস্থ ইস্পাহানি জেটি রোড হতে কাপ্তাই রাস্তার মাথা প্রদক্ষিণ করে মোহরা দায়রা শরীফ প্রাঙ্গণে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন হযরত মওলানা এনাম রেজা আল-কাদেরী। চান্দগাঁও থানা কার্যকরী সংসদের সভাপতি মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক আই.এইচ মুহাম্মদ মিয়া, প্রচার সম্পাদক শফিকুর রহমান সাইফু, চান্দগাঁও থানা কার্যকরী সংসদের সহ সভাপতি ইলিয়াছ মিয়া, অর্থ সম্পাদক জহুর আলম, দারুত্ব তায়ালিম এস.এম সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এমরান, প্রচার সম্পাদক মুহাম্মদ জাবেদ, দপ্তর সম্পাদক মুহাম্মদ রাশেদ, সমাজ কল্যাণ সম্পাদক সাইদুল ইসলাম সজীব, সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মারুফ। উপস্থিত ছিলেন মোহরা দায়রা শাখার সহ সভাপতি মুহাম্মদ নাছের, সমাজ কল্যাণ মুহাম্মদ জেবল, দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন, মৌলভী পাড়া দায়রা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেকান্দর, চররাঙ্গামাঠিয়া শাখার সভাপতি জামাল কন্ট্রাক্টর, সাধারণ সম্পাদক গোলাপ কন্ট্রাক্টর, সহ সভাপতি জসিম উদ্দিন, হামিদচর শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম, ঢালী পাড়া শাখার সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আজম, দক্ষিণ মোহরা শাখার সভাপতি আমিনুল রহমান বুলু, সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন দৌলত, মোহরা কালুরঘাট শাখার সভাপতি মুহাম্মদ রাশেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরহাদ খাঁন, মধ্যম মোহরা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ঈসা, উত্তর মোহরা শাখার সভাপতি মাসুদ পারভেজ রুবেল, সহ সভাপতি মুহাম্মদ মোরশেদ, উত্তর চান্দগাঁও শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মিনহাজ, অর্থ সম্পাদক মুহাম্মদ শফি, নজুমিয়া হাট শাখার সভাপতি মুহাম্মদ রাশেদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ছবুর প্রমুখ।
৩৮ নং ওয়ার্ড কুমারী দিঘীরপাড় এলাকাবাসী : জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত বৃহস্পতিবার কুমারী দিঘীরপাড় ৩৮নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মেহমান আলা হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া গায়েবী ধন মঞ্জিল মাইজভান্ডার দরবার শরীফের শাহজাদা সৈয়দ ইরফানুর রহমান (মিজান) আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভান্ডারী। প্রধান অতিথি ছিলেন আল আমিন বারীয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান আল কাদেরী। মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মো. গোলাম হোসেন আল কাদেরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসানুর রহমান আপন।
উরকিরচর জনতা সংঘ : রাউজান প্রতিনিধি জানান, উরকিরচর জনতা সংঘের উদ্যোগে ৩ দিনব্যাপী পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) গত ১৭ থেকে ১৯ অক্টোবর উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এটি জনতা সংঘের ৪৭ তম ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল। ৩ দিনের কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, জশনে জুলুছ, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নাত ক্বেরাত প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারুক বিতরণ। মিলাদ মাহফিলে আলোচক ছিলেন আল্লামা ইউছুপ আলকাদেরী। আলোচক ছিলেন আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদী, আল্লামা ড. এএসএম বোরহান উদ্দীন, আল্লামা মুফতি মাসউদ রিজভী। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। সভাপতিত্ব করেন এস এম জাহাঙ্গীর আলম সুমন। আল্লামা মুহাম্মদ সেকান্দর হোছাইন আলকাদেরী। শেষ দিনে সভাপতিত্ব করেন জমেয়া আহমদীয়া সুন্নিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী।
রাউজান প্রেসক্লাব : রাউজান প্রতিনিধি জানান, রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে গত ২১ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বাদে মাগরিব প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, প্রধান বক্তা ছিলেন মাইজভাণ্ডারী একাডেমীর সদস্য আল্লামা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী। ক্লাবের যুগ্ম সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, এস এম মহিবুল্লাহ্, মোহাম্মদ ইউসুফ আলী, সারজু মোহাম্মদ নাছের। বক্তব্য রাখেন মাওলানা এম বেলাল উদ্দীন, প্রদীপ শীল, জাহাঈীর নেওয়াজ, নেজাম উদ্দীন রানা, কামাল উদ্দীন হাবিবী, হাবিবুর রহমান, আমির হামজা, শাহাদাত হোসেন সাজ্জাদ, লোকমান আনচারী, মোহাম্মদ আরফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন, জিয়াউর রহমান প্রমুখ।
ধর্মপুর দরবার শরীফ : চন্দনাইশ প্রতিনিধি জানান, জশনে জুলুস পালিত হলো ধর্মপুর দরবার শরীফে। হযরত শাহ মুহাম্মদ আবদুশ শাকুর রায়হান আযিযী নকশবন্দির নেতৃত্বে ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে পালিত হলো ঐতিহ্যবাহী জশ্নে জুলুস। গত বুধবার নগরী থেকে জুলুসের র্যালি বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে ধর্মপুর দরবার শরীফ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে দরবার শরীফ প্রাঙ্গনে শুরু হয় মিলাদ মাহফিল। ধর্মপুর দরবার শরীফের পীর শাহ মুহাম্মদ আবদুশ শাকুর রায়হান আজিজির সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা খাজা মুহাম্মদ শফিক আহমদ। প্রধান বক্তা ছিলেন মৌলানা কাজী ছৈয়দ তাহসীন আহমদ নকশবন্দি। অধ্যক্ষ মৌলানা মুফতি আহমদ রেজা নকশবন্দির পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মৌলানা ওহিদুল আলম নকশবন্দি, মৌলানা নুরুল ইসলাম নকশবন্দি, মৌলানা হাসান নকশবন্দি, মৌ. আবদুল্লাহ শাহেদ, মৌ. আমান উল্লাহ প্রমুখ। পরে বিশেষ মোনাজাত ও মাহফিলে আসা মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
আঞ্জুমানে আশেকানে মদীনা : চকবাজার জয় নগর ২নং গলিস্থ বাগদাদিয়া খানকাহ শরীফে আঞ্জুমানে আশেকানে মদীনার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুননবী (দ.) উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মদীনার আলোর সহ-সম্পাদক মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রব্বানি, সাজ্জাদ হোসেন, মো. রাসেল, কামাল উদ্দিন, মনির হোসেন, তারেক শাহ্, কাউছার শাহ্, আরিফ শাহ্, নুর উদ্দিন, মো. ইসাক ও ইলাপ শাহ্ প্রমুখ।