পটিয়া ইন্দ্রপুল বায়তুশ শরফ : বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী বলেছেন, বর্তমান সময়েও কোরআন-সুন্নাহ ভিত্তিক অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেই বিশ্ববাসী সুখ ও শান্তি পাবে। বিশ্ব অশান্তির মূল কারণ হচ্ছে আমরা ইসলামের সঠিক শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে বাংলাদেশেও একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসুলে করীমের (স.) আদর্শের দিকে ফিরে যেতে হবে। গতকাল বিকেল ৫টায় পটিয়া ইন্দ্রপুল বায়তুশ শরফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় মাওলানা মামুনুর রশীদ নূরী উপরোক্ত কথা বলেন। আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আলোচনা পেশ করেন মাওলানা সরওয়ার হোসাইন রাশেদী, মাওলানা ছগির আহমদ প্রমুখ।
ফটিকছড়ি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, মাইজভান্ডার দরবার শাহী ময়দানে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে গতকাল শাহসুফি সৈয়দ মুনিরুল হক মাইজভাণ্ডারীর আওলাদদ্বয়ের আয়োজনে ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, আল্লাহ তায়ালা ও রাসূলে করিমের (দ.) সন্তুষ্টি অর্জন করতে হলে আহলে বায়াতে রাসূলের (দ.) পথ অনুসরণ করতে হবে। সেই সাথে আউলিয়া কামেলীনদের জীবনাদর্শ অসুসরণ ও অনুকরণ সবার জন্য কর্তব্য। বিশেষত গাউসুলআজম মাইজভাণ্ডারীর (ক.) দর্শন ও উসুলে সাব’আ এর মাধ্যমে তিনি সেটা বিশ্ববাসীর কাছে উপস্থাপন করেছেন। সকলে যদি তার আদর্শের সঠিক অনুসরণ অনুকরণের সমর্থ হয় তবে সফলকাম হবে। মাহফিলে ছদারত করেন মোন্তাজেম ও সাজ্জাদানশীনে দরবার আলহাজ্ব শাহসুফি সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী ও শাহসুফি সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী।
আলোচনায় অংশ নেন আল্লামা আবুল কাশেম নূরী, অধ্যাপক এস এম বোরহান উদ্দিন, অধ্যক্ষ সৈয়দ ইব্রাহিম কাশেম কাঞ্চনপুরী, আল্লামা মুফতি ইব্রাহিম আলকাদেরী, আল্লামা শায়েস্তা খান আল আযহারী মাইজভাণ্ডারী, আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী, পীরজাদা সৈয়দ আবুল মাকছুম মুহাম্মদ মোতাসিম বিল্লাহ প্রমুখ। মুফতি আবুল কাশেম মুহাম্মদ জহুরুল হক ও মাওলানা মুহাম্মদ হাসানের যৌথ সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন নানুপুরের চেয়ারম্যান শফিউল আজম, রোসাংগিরীর চেয়ারম্যান সোয়েব আল সালেহিন, আঞ্জুমানের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক কাজী মুহাম্মদ জানে আলম বাবুল ও সচিব নাজমুল হাসান মাহমুদ শিমুল।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, হযরত মুহাম্মদ (সা.) বিশ্বকে দিয়েছেন সভ্যতা ও সংস্কৃতির শিক্ষা। অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতিসহ মানবজীবন পরিচালনার সর্বক্ষেত্রে যে নীতিমালা তিনি দিয়েছেন, তা সর্বকালের মানুষের জন্য অনন্য ভাস্বর ও কার্যকর। মুহাম্মদ (সা.) মানবসভ্যতার পূর্ণাঙ্গ বিকাশ ঘটান।
এমনকি জ্ঞান-বিজ্ঞানের ধারা সংযোজিত হয় তখন থেকে। জ্ঞান-প্রযুক্তির ক্ষেত্রেও তিনি পালন করেন দিক-নির্দেশকের ভূমিকা। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে নবী মোস্তফা (সা.) উপস্থাপিত ইসলামি বিধানের যত মিল রয়েছে তা অন্য কোনো মতাদর্শের সঙ্গে মোটেও নেই। যে কারণে মুসলমানরা জ্ঞান-বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে প্রায় ৮০০ বছর প্রাধান্য বিস্তার করেছিল, দিয়েছিল নেতৃত্ব। পরবর্তী সময়ে মুসলিম শাসকদের বিলাসিতা, লোভ-লালসা, অদূরদর্শিতা এবং সর্বোপরি মুহাম্মদ (সা.) এর শিক্ষা থেকে দূরে সরে যাওয়ার কারণে ক্রমান্বয়ে পিছিয়ে পড়ে মুসলমানরা। যতদিন পর্যন্ত মুসলমানরা মহানবী (সা.) এর আদর্শকে ধারণ ও লালন না করবে ততদিন পর্যন্ত মুসলিম জাতির দুঃখ-দুর্দশা ঘুচবে না।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে উপরোক্ত মন্তব্য করেছেন মিনহাজুল কুরআন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সভাপতি ও চট্টগ্রাম নেছারিয়া কামিল (এমএ) মাদ্রাসার শায়খুল হাদিস ড. মোহাম্মদ কামাল উদ্দিন আল আযহারী। সীতাকুণ্ডের ভাটিয়ারী ইমামনগর কাজী জামে মসজিদে গাউছিয়া কমিটির আয়োজনে গতকাল উক্ত মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আযহারী। বক্তব্য রাখেন মাওলানা মাহামুদুল হাসান আলকাদেরী, মাওলানা মুসলিম উদ্দিন, হাফেজ মোহাম্মদ ওসমান, হাফেজ আবদুর রহিম। উপস্থিত ছিলেন আলমগীর হোসেন মাসুম মেম্বার, মোহাম্মদ কফিল উদ্দিন, কাজী আবুল বশর, মোহাম্মদ শফি, মোহাম্মদ সোলেমান, মোহাম্মদ ইব্রাহিম, আলমগীর হোসেন, মোহাম্মদ মুছা, খোরশেদ আলম, রবিউল হোসেন রবি, মেজবাহ উদ্দিন ও মোহাম্মদ শফি প্রমুখ।
রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে ফরাশপাড়া পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল গত ১৫ অক্টোবর রাতে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন স্থানীয় গাউসিয়া লুৎফর নূর সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়াল্লী লায়ন মুহাম্মদ আলমগীর। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা আ ন ম নজমুল হোসাইন নঈমী (মা.)। আলোচক ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা গোলাম মোস্তফা মোহাম্মদ নূরুন্নবী আলকাদেরী, মাওলানা মুহাম্মদ কাজী রাহাতুল মোস্তফা আলকাদেরী, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আনসারী প্রমুখ। শেষ মিলাদ, কিয়াম ও মোনাজাত করা হয়।