রাসুলের (দ.) আদর্শ অনুসরণেই বিশ্ব মানবতার মুক্তির গ্যারান্টি

বরকলে তৈয়্যব শাহ (রহ.)র ওরশ মাহফিলে বক্তারা

| মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৪:৫৯ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি বরকল ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় তৈয়্যব শাহ (রহ)’র ওরশ উপলক্ষে সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেন, রাসুলে করিম (দ.) যে অনুপম আদর্শ ও নূরানী আওলাদ রেখে গেছেন তার পরিপূর্ণ অনুসরণের মধ্যেই বিশ্ব মানবতার শান্তি ও মুক্তির গ্যারান্টি। তিনি হুজুর কিবলাহর জীবনদর্শন অনুসরণ করার জন্য বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানান।
গত ২৩ জুলাই মৌলভীবাজারস্থ একটি কনভেনশন হলে তিনি উপরোক্ত আহবান জানান। বরকল ইউনিয়ন গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে সেমিনারে মূখ্য আলোচক ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আল আজাহারি। তিনি বলেন, তৈয়্যব শাহ (রহ.) প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটি সময়ের চাহিদা মোতাবেক পরিশুদ্ধ, খোদাভীরু-তাকওয়াবান সমাজ কায়েমে এগিয়ে যাচ্ছে। বরকল গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী আক্কাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আরমানুর রশিদের যৌথ সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মামুন উদ্দীন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামি , বরকল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহিম চৌধুরী, ক্বারী মুহাম্মদ ফেরদাউসুল আলম খান আলকাদেরী, আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা এটিএম আবদূস ছত্তার, মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার। বক্তব্য রাখেন মুহাম্মদ ফোরকানুল আলম সওদাগর, মুহাম্মদ মিজানুর রহমান, জি এম শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ আব্দুল মতিন, মুহাম্মদ গিয়াস উদ্দীন কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশঙ্খ থেকে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগে বৈজ্ঞানিক সেমিনার