রাসমনি ঘাটে ১৫ মণ ইলিশ জব্দ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

নগরীর দক্ষিণ কাট্টলী রাসমনি ঘাট থেকে ১৫ মণ ইলিশ জব্দ করা হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে এসব ইলিশ জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে জব্দকৃত ইলিশ পরবর্তীতে শর্তসাপেক্ষে ১ লাখ ৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এই সময় অবৈধভাবে বরফ মজুদ রাখার দায়ে বাবুল দাশ ও মেঘনাথ দাশ নামে দুজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৬০ বক্স বরফ।
প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৭ অক্টোবর থেকে ২৮ শে অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও বিনিময় নিষিদ্ধ রয়েছে। এ আইন অমান্য করায় এসব ইলিশ জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরী, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবর রহমান, কোস্ট গার্ড পতেঙ্গা জোনের কন্টিজেন কমান্ডার মোহাম্মদ এরফান প্রমুখ। মীরসরাই প্রতিনিধি জানান, গতকাল উপজেলার সাহেরখালী এলাকার সমুদ্র উপকূলে মাছ আহরণের জন্য পেতে রাখা ৫টি জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। উপজেলার সিনিয়র মৎস সম্পদ কর্মকর্তা নাছিম আল মাহমুদ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যারা মৎস আহরণ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকারি নির্দেশনা মোতাবেক এই আইনি উদ্যোগ। অভিযানে আরও ছিলেন কোস্টগার্ডের ক্যাম্প ইনচার্জ জহিরুল ইসলাম, মৎস সম্প্র্রসারণ কর্মকর্তা আবু জাফরসহ মৎস বিভাগ ও গোস্টগার্ডের কর্মীরা।
আনোয়ারা প্রতিনিধি জানান, গতকাল দুপুরে উপজেরার রায়পুর ইউনিয়নের শঙ্খের মোহনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নিষিদ্ধ সময়ে মাছ শিকার করায় দুই জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক। সহযোগীতা করেন স্থানীয় সাঙ্গু কোস্টগার্ড স্টেশনের সদস্যরা।
সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মুমিন জানান, গত ৭ অক্টোবর থেকে ২২ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। নিষিদ্ধ সময়ে সাগরে মাছ শিকারে বের হওয়ায় গতকাল উপজেলার রায়পুর ইউনিয়নের শঙ্খের মোহনায় অভিযান চালিয়ে দুই জেলেকে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৫৫ ডেঙ্গু রোগী শনাক্ত
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি