রাসমনি ঘাটে ১২০০ কেজি ইলিশ মাছ জব্দ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ অক্টোবর, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ বিক্রি করায় দক্ষিণ কাট্টলী রাসমনি ঘাটে অভিযান চালিয়ে ১২০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছগুলো ১৫টি এতিমখানায় বিতরণ করা হয়। গতকাল শুক্রবার সকাল ১১টায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী ও মৎস্য জরীপ কর্মকর্তা মাহবুবুর রহমান।

অভিযানের ব্যাপারে কর্মকর্তারা জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বিপণন ও বিনিময়ের উপর সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। তবুও অনেকে আইন অমান্য করে ইলিশ আহরণ ও বিপণন করার চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে তাই অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআনজুমানে আশেকানে মদিনায় মাহফিল
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে রিকশা চালকের আত্মহত্যা