চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী রাসমণি ঘাটে অভিযান পরিচলনা করে ৫০০০ মিটার চরঘেরা জাল জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। গতকাল শনিবার ইলিশের প্রধান প্রজনন মৌসুম (৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর) ইলিশ আহরণ ক্রয়-বিক্রয়, পরিবহন ও বিপণন বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য দপ্তরে সহকারী পরিচালক বিক্রমজিত রায়ের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, মৎস্য জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন পরিচালনা করেন।
এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয়।