আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, সংবিধানে স্পষ্ট করে বলা আছে, রাষ্ট্রধর্ম ইসলাম। এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করবে। রাষ্ট্র সব ধর্ম পালনে নিরাপত্তা দেবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকীর সভায় তিনি এসব কথা বলেন। খবর বাংলানিউজের।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জিয়ার বিগড়ে যাওয়া সন্তান তারেক রহমান লন্ডনে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। ইসলামবিরোধী ষড়যন্ত্র করছে। তার চামচারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় পোস্ট করছে। যতদিন পর্যন্ত খালেদা জিয়ার বিগড়ে যাওয়া সন্তান আছে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। তিনি বলেন, বিচ্ছিন্ন একটি দ্বীপ সন্দ্বীপ। সড়কপথে কোনো যোগাযোগ নেই। অথচ বাংলাদেশের মানুষ এ দ্বীপকে এক নামে চেনে। এর কারণ প্রয়াত মুস্তাফিজুর রহমান। তিনি সন্দ্বীপকে বাংলাদেশে পরিচিত করেছেন।