রাউজান আবুরখীল বৌদ্ধ পল্লীতে রাউজান–৬ আসনের নির্বাচনী সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট হাশেম। বক্তব্য রাখেন এম এ হালিম, প্রকৌশলী যীশু কুমার বড়ুয়া, দিলীপ কান্তি বড়ুয়া, কল্লোল বড়ুয়া, অমিত বিজয় বড়ুয়া প্রমুখ। সভা পরিচালনা করেন দিবাকর বড়ুয়া। প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে রেইনবো নেশান প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











