রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে বিএনপি : কাদের

| সোমবার , ৩০ অক্টোবর, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

সংঘাত, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ হত্যার মতো ঘটনা ঘটিয়ে বিএনপি রাষ্ট্র ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির শনিবারের সমাবেশকে কেন্দ্র সংঘাতের প্রসঙ্গ টেনে গতকাল ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাদের তথাকথিত সমাবেশের নামে জনমনে যে আতঙ্ক ছিল, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে তা আজ সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। গতকাল নৃশংস হামলা চালিয়ে নিষ্ঠুরভাবে একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, পুলিশ হাসপাতালে হামলা করেছে। এগুলো ছিল তারেক রহমানের ‘টেক ব্যাক’। খবর বিডিনিউজের।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ধৃষ্টতা দেখিয়েছে। গণমাধ্যমকে রুদ্ধ করার অপচেষ্টা চালানোর মধ্য দিয়ে সমগ্র রাষ্ট্রকে জিম্মি করে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা বারবারই বলেছি, বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের কথা বলে, আসলে তারা তাদের রাজনীতির যে সন্ত্রাসী ধারা, সেই ধারা বাস্তবায়নের জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছিল। তাদের ভয়ঙ্কর রাজনীতির পুরনো চেহারায় ফিরে আসতে সময় নিচ্ছিল, সময়মতো তাদের পরিকল্পনা বাস্তবায়নের পথ বেছে নিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলা মানে তাকে অবজ্ঞা ও অপমান করা। বিএনপি সন্ত্রাসীদের প্রধান বিচারপতির বাসভবন, জাজেস কমপ্লেক্সে হামলা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো নিকৃষ্ট দৃষ্টান্ত। হাসপাতালে প্রবেশ করে রোগীদের ওপর হামলা গাজায় ইসরায়েলিদের হামলার ঘটনা মনে করিয়ে দেয়। আন্দোলনের নামে তারা সবই করেছে, সব অপকর্মের প্রদর্শন তারা করেছে। ৩০ জন সাংবাদিক আহত হয়েছে, গতকালের ঘটনা দেখেশুনে সত্যটা লিখতে গিয়ে তারাও রোষানলে পড়েছে। একজন পুলিশকে হত্যা করে লাশের উপর আবারও হামলা করেছে।

পরবর্তীতে আওয়ামী লীগের অবস্থান কী থাকবে জানতে চাইলে কাদের বলেন, আমরা গায়ে পরে কারও সঙ্গে লাগতে যাব না, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। এখন তারা আমাদের ওপর হামলা করলে উদ্ভূত পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব। সবাই সতর্ক অবস্থানে থাকব।

এ পরিস্থিতিতে সরকার বিরোধী দলের সংঙ্গে কোনো সংলাপে বসবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তারা পথ রুদ্ধ করে দিয়েছে, আর তাদের সঙ্গে সংলাপের প্রয়োজন নেই। আমরা আগ বাড়িয়ে সংলাপের দিকে কোনো কথা বলব না।

পূর্ববর্তী নিবন্ধটেঁয়া কামাইতে বুদ্ধি লাগে
পরবর্তী নিবন্ধইসরায়েলি বাহিনীর অনুকরণে হাসপাতালে বিএনপির হামলা ন্যক্কারজনক : তথ্যমন্ত্রী