রাষ্ট্র পরিচালনায় আলেম ওলামাদের এগিয়ে আসতে হবে

হাটহাজারী বড় মাদ্রাসার অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

আলেমওলামাদের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যতদিন আলেমরা রাষ্ট্রীয় দায়িত্বে এগিয়ে আসবেন না, ততদিন দেশে প্রকৃত শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে না।

গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের আলজামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার দুদিনব্যাপী বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদের আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। জনগণের পাশে থাকতে হবেতাদের খোঁজখবর নিতে হবে। উস্তাদদের খেদমত ও আলেমদের সংস্পর্শের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উলামায়ে কেরামের সান্নিধ্যে জীবনে বরকত আসে, চরিত্র গঠিত হয়। অনুষ্ঠানে মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, জামিয়ার শিক্ষাসচিব আল্লামা মুফতি কিফায়াতুল্লাহসহ দেশের শীর্ষ আলেমরা।

দুদিনব্যাপী এ মাহফিলে ১৪৪৫৪৬ হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদিস উত্তীর্ণ প্রায় তিন হাজার আলেমকে সম্মানসূচক দস্তার (পাগড়ি) পরিয়ে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধমিস ইউনিভার্স জিতলেন মেক্সিকোর ফাতিমা বশ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় কবরস্থানের জমির মালিকানা নিয়ে সংঘর্ষ, আহত ২০