রাষ্ট্রের সম্পদ, শান্তি শৃঙ্খলা রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারায় হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটি ‘দেশের বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপটে করণীয় নির্ধারণ শীর্ষক’ জরুরি এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের সিনিয়র নায়েবে আমীর ও হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কুরাইশী কাসেমী। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সঞ্চালনায় উক্ত বৈঠকে সভাপতির বক্তব্যে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে অভিনন্দন জানিয়ে আল্লামা খলিল আহমদ কাসেমী বলেন, দেশের শান্তি–শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আমরা দেশবাসীকে বিনীত আহ্বান জানান। এই বিজয় উৎযাপনে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবেন না। দেশের সংখ্যালঘু ভিন্ন ধর্মালম্বীদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে হবে। আমরা হিন্দুদের মন্দির, তাদের বাড়ি ঘর পাহারা দেওয়ার জন্য আলেম–ওলামা, মাদ্রাসার ছাত্রসহ হেফাজত এবং দেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানাই। বৈঠকে মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, এই সরকার গত ১৫ বছরে এদেশে অসংখ্য গণহত্যা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে তারা বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার ওপর সরকারের মদদপুষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে নির্মম গণহত্যা চালিয়েছে। যারা ওলামায়ে কেরাম ও জনসাধারণের উপর নৃশংস নির্যাতন ও নিপীড়ন চালিয়ে নিজেদের হাত রক্তাক্ত করেছে, তাদের কেউ যেনো এদেশ থেকে পালিয়ে যেতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করতে মহামান্য রাষ্ট্রপতি ও জনগণের আস্থার প্রতীক সেনাবাহিনী প্রধানের প্রতি আমরা জোরালো আহ্বান জানাচ্ছি। বৈঠকের উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর), মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা আব্দুর রব ইউসুফী, মুফতি জসিম উদ্দীন হাটহাজারী, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মামুনুল হক, মুফতী মুনির হুসাইন কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মীর ইদরিস, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা ফজলুল করীম, মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী বশিরুল্লাহ, মুফতী জাকির হুসাইন কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা মাহবুবুল্লাহ, মুফতি জাবের কাসেমী, মুফতী কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মুফতি মাহমুদুল হাসান গুনভী, মাওলানা আলী আকবার কাসেমী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা এহসানুল হক, মাওলানা শরিফুল্লাহ ও মুফতি আমিনুল ইসলাম কাসেমী প্রমুখ।