রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি ভর করেছে

যুবদলের প্রতিবাদ সমাবেশে বক্তারা

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, ৭৪‘এর লঙ্গরখানার লম্বা লাইনের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আজকের টিসিবির লম্বা লাইন। আওয়ামী লীগের চরিত্র ঠিক আগের মতই আছে। তখন মানুষ দ্রব্যমূল্য নিয়ে হিমশিম খেয়েছে, এখনও তাই। পার্থক্য শুধু এখন ডিজিটাল চুরি। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সম্মুখ মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের মৌলিক অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার আওয়ামী মাফিয়া সরকার হরণ করেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার সর্বোপরি ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে গণজোয়ার সৃষ্টি ছাড়া কোন বিকল্প নেই। আওয়ামী লুটপাটে দেশবাসী আজ দিশেহারা। দেশের মানুষের কষ্টের সীমা নেই। অন্যদিকে ক্ষমতাসীন গোষ্ঠী কানাডায় বেগমপাড়া নির্মাণে ব্যস্ত। তিনি এ সময় যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর আন্দোলন সংগ্রামের জন্য রাজপথের লড়াই সামনে থেকে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান মাসুদ। আরও বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী ও চট্টগ্রাম মহানগর উত্তর, দক্ষিণ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সিপিবির সমাবেশ কাল
পরবর্তী নিবন্ধনানা কর্মসূচির মাধ্যমে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন