হোয়াইট হাউস ছাড়ার পর রাষ্ট্রীয় গোপনীয় নথি নিজের কাছে রেখে দেওয়ার দায়ে অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, বিধিবহির্ভূতভাবে সরকারি গোপনীয় নথি নিজের কাছে রেখে দেওয়াসহ ট্রাম্প (৭৬) সাতটি অভিযোগের মুখোমুখি হচ্ছেন। তবে এসব অভিযোগের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। খবর বিডিনিউজের।
বিবিসি বলছে, এই নিয়ে দ্বিতীয় একটি মামলায় অভিযুক্ত হলেন ট্রাম্প আর এটি যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্টের ফেডারেল অভিযোগে অভিযুক্ত হওয়ার প্রথম ঘটনা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দায়ের করা এই ফৌজদারি মামলাটি আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার দৌঁড়ে নামা ট্রাম্পের জন্য আরেকটি আইনি ধাক্কা। তিনি ইতোমধ্যেই নিউ ইয়র্কে আরেকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে আছেন যার বিচার আগামী মার্চে শুরু হওয়ার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানিয়েছেন, আগামী মঙ্গলবার বিকালে মিয়ামির ফেডারেল আদালতে হাজির হওয়ার জন্য তাকে তলব করা হয়েছে। সেখানে তাকে গ্রেপ্তার করা হতে পারে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি হতে পারে। আমি একজন নির্দোষ মানুষ! নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন তিনি। আমি কখনো ভাবিনি যুক্তরাষ্ট্রের একজন সাবেক প্রেসিডেন্টের ক্ষেত্রে এ ধরনের কিছু হতে পারে। প্রকৃতপক্ষে আমেরিকার যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি অন্ধকার দিন। আমাদের দেশ গুরুতর ও দ্রুত পতনের মধ্যে আছে, কিন্তু আমরা সবাই মিলে আমেরিকাকে আবার মহান করে তুলবো!