রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষার দাবি

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:২৫ পূর্বাহ্ণ

রাষ্ট্রায়ত্ত ২৫ টি পাটকল চালু স্থায়ী ও শ্রমিকদের বকেয়া পাওনা মজুরি পরিশোধ এবং পুনর্বাসন ছাড়া শ্রমিক উচ্ছেদ করা চলবে না, এ তিন দাবিতে পাটকল রক্ষায় কৃষক শ্রমিক ছাত্র জনতা ঐক্যের ব্যানারে দোস্ত বিল্ডিং চত্বরে রাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, অপু দাশ গুপ্ত, অ্যাডভোকেট আমীর আব্বাস, দীলিপ দাস, তিতাস চাকমা, কামাল উদ্দীন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার সরকার শ্রমিকদের জীবন-জীবিকার বিষয়টি উপেক্ষা করে কোনো ঘোষণা ছাড়াই অবশিষ্ট ২৫ টি পাটকল বন্ধ করে দেয়। এ পরিস্থিতি বাংলাদেশের পাটকল শ্রমিকদের জন্য অনাহুত। সরকারি এ সিদ্ধান্তে শুধু পাটকল শ্রমিকরাই যে ক্ষতিগ্রস্ত হবে তা নয় পাট উৎপাদনে নিয়োজিত লক্ষ্য ক্ষতিগ্রস্ত হবে। সামগ্রিকভাবে লুটেরা ও ফ্যাসিবাদী সরকার লুটেরা ধনিক শ্রেণী ও সাম্রাজ্যবাদী স্বার্থে পাটকলগুলো বন্ধ করে বলে মনে নেতৃবৃন্দ বলেন। শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারেনি : কাদের
পরবর্তী নিবন্ধঅধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ