রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. এম ইমদাদুল হকের ইন্তেকাল

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

চবি রাজনীতিবিজ্ঞান বিভাগের শিক্ষক ও চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. এম. ইমদাদুল হক গত রবিবার বিকেল ৪টায় ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

. ইমদাদুল হকের গবেষণাগ্রন্থ ‘ড্রাগস ইন সাউথ এশিয়া : ফ্রম দ্য অপিয়াম ট্রেড টু দ্য প্রেজেন্ট ডে’ মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং কানাডায় বেশ কয়েকবার ‘বেস্ট সেলার’ হয়েছে। তাঁর আরো কয়েকটি গ্রন্থ পণ্ডিতমহলে ব্যাপক আলোড়ন তুলেছে। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নর্থসাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং চবি শিক্ষক সমিতির সভাপতি ও রাজনীতিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী। তাঁরা প্রফেসর ইমদাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা মীর আহম্মদ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় সিএনজির ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত