রাষ্ট্রপতির সাথে সেনা প্রধানের সাক্ষাৎ

| মঙ্গলবার , ১০ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে গতকাল সোমবার বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারউজজামান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানিয়েছেন, সাক্ষাতকালে সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন। রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। খবর বাসসের।

এছাড়া রাষ্ট্রপতি দেশের উত্তর ও দক্ষিণপূর্বাঞ্চলে সামপ্রতিক বন্যায় বানভাসি মানুষের কাছে ত্রাণ পৌঁছানো এবং দুর্গত এলাকায় উদ্ধারকার্যে সেনাবাহিনীর কর্মকান্ডেরও প্রশংসা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হলেন আবুল হোসেন
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী