রাষ্ট্রদ্রোহের মামলায় চীনের ‘মি-টু’ অন্দোলনকারীর কারাদণ্ড

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৯:০৩ পূর্বাহ্ণ

চীনে ‘মিটু’ আন্দোলনে করে পরিচিত পাওয়া এক নারীকে নাশকতার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বিচারের মুখোমুখি হওয়ার প্রায় ১০ মাস পর গতকাল শুক্রবার সোফিয়া হুয়াং জুয়েকিনকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়। শুক্রবার দক্ষিণ চীনের একটি আদালতে এই রায় দেওয়া হয়। খবর বিডিনিউজের।

হুয়াংয়ের সঙ্গে শ্রমিক অধিকার নিয়ে কাজ করা ওয়াং জিয়ানবিংকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩৫ বছর বয়সী হুয়াং চীনের ‘মিটু’ আন্দোলনের অন্যতম প্রধান কণ্ঠ ছিলেন। তিনি যৌন নিপীড়নের শিকারদের সম্পর্কে যুগান্তকারী প্রতিবেদন করেছিলেন। হুয়াং নিজে নিউজরুমে নারীবিদ্বেষ এবং যৌন নিপীড়নের মুখোমুখি হয়েছিলেন তা নিয়েও সোচ্চার হয়েছিলেন। তবে কীভাবে এই দুজনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে তা স্পষ্ট করেনি চীনা কর্তৃপক্ষ।

তবে তাদের সমর্থকরা বলছেন, তাদেরকে আটক করা হয়েছে কারণ তারা সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করার জন্য তরুণদের নিয়ে নিয়মিত সভা এবং ফোরামের আয়োজন করেছিলেন। হুয়াং তার সাজার বিরুদ্ধে আপিল করবেন বলে তার সমর্থকরা জানিয়েছেন। ওয়াং জিয়ানবিং জামিনের আপিল করবেন কিনা তা জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধঅভিবাসন আইন না মানায় হাঙ্গেরিকে জরিমানা ইইউ’র
পরবর্তী নিবন্ধজব্দ করা রুশ সম্পত্তি থেকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার ঋণ দেবে জি-৭