মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন আওয়ামী লীগ সরকার দেশকে মামলা–হামলা, গুম, খুন, অর্থপাচার, দুর্নীতি দুঃশাসনের অন্ধকার খাদে নিমজ্জিত করে ফেলেছে।
এই ধ্বংসযজ্ঞ থেকে দেশকে ফেরাতে হলে বিএনপির দেওয়া রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখার কোনো বিকল্প নেই, সুশাসন ন্যায়বিচার ও অর্থনৈতিক সমৃদ্ধির পুনরুদ্ধারের বার্তা জনগণের প্রতিটি দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে।
জিয়া স্মৃতি পাঠাগারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। তিনি জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ও পাঠাগারের নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। বিশেষ অতিথি আবু সুফিয়ান বলেন, জনগণ আজ তাদের হারানো ভোটাধিকার ফিরে পেতে চায়, নতুন একটি প্রজন্ম ভোটাধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে।
চট্টগ্রাম জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে লায়ন আনোয়ার হোসেন উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, আনোয়ার হোসেন লিপু, দিদারুল আলম চৌধুরী, মো. শাহজাহান, মো. আমিনুল ইসলাম, গয়াস উদ্দিন, মো. ইউচুপ, শাখাওয়াত হোসেন শাহীন, সাজ্জাদ খান, ইকবাল হোসেন সুমন, শহিদুজ্জামান, জসিম উদ্দীন, মেতালেব, সোনা মানিক, রিমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।