এখন সময়
কোথায় এখন আইন–আদালত
সবাই নাচে দেদারসে
নিজের কাছে নিজেই সেরা
কার ধার আজ কে ধারছে।
বুঝছি না কেউ কথায় কথায়
করছি এখন ক্ষতি কার!
এমন একটা সময় এলো
যায় কি পাওয়া প্রতিকার!
যদিও জানি জ্ঞানী মানুষ
কথাতে নয়, কাজে বেশি;
পুরোন হলেও আবার বলি–
‘খালি কলসি বাজে বেশি।’