রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ২৩ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৪ পূর্বাহ্ণ

এমন করে

একেক সময় একেক কথা

তাদের বলি চারমুখী

তারাই আবার হিংসুটে হয়

তাদের দেখি মারমুখী।

অপরজনের কুৎসা রটায়

সময় কাটায় রাত্রিদিন

এমন গাড়ির চালক ওরা

যে গাড়িটি যাত্রীহীন।

কারো ভালো চায় না ওরা

দিনে দিনে সুদ বাড়ে

হরহামেশা থাকে সবার

চৌদ্দ গোষ্ঠী উদ্ধারে।

সামনে থাকলে দাদা দাদা

পিছনে থাকে নিন্দায়,

এমন করে চলছে ওরা

এমন করেই দিন যায়।

পূর্ববর্তী নিবন্ধচবিতে পিঠা-পুলি উৎসব
পরবর্তী নিবন্ধভোমরা হতে তামাবিল