রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:১৮ পূর্বাহ্ণ

মধ্যবিত্ত

রাস্তা তোমার চতুর্দিকে বন্ধ

ঠায় দাঁড়িয়ে থাকো তুমি

নইলে সাজো অন্ধ।

দাম বাড়ছে! বাড়ুক,

ঘাম বাড়ছে! বাড়ুক,

ভাল্লাগে না যদি কারো

দেশ ছেড়ে যাক, ছাড়ুক।

চুরিডাকাতিখুনখারাবি

ঘটুক দিনেরাতে

কার এসে যায় তাতে?

আমরা হলাম লাথির কাঁঠাল

লাত্থি খেয়ে বাঁচি

এক লাথিতে চুপ থাকি আর

এক লাথিতে নাচি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের মুজিব আদর্শে উজ্জীবিত করতে হবে
পরবর্তী নিবন্ধইতিহাসের তৃতীয় চোখ