যোগ্য
তিনি হলেন এমন মানুষ
যখন তখন ‘গাল মারেন’-
কান-কথাতে রেগে-মেগে
‘থিয়াত্ উয়া ফাল মারেন’।
যে-পাতে খান, সে পাত ভরে
ছিটান জোরে পায়খানা
সকল কাজে আদায় করেন
নিজের বাড়তি আয়খানা।
এমন গুণের মানুষ থেকে
নাই নিস্তার-ক্ষমা যে,
এমন লোকই যোগ্য বলে
বিবেচ্য হন সমাজে।