রাশেদ রউফ-এর অন্ত্যমিল | সোমবার , ২২ মার্চ, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ না পারি কইতে না পারি সইতে এমন অনেক কাণ্ড ঘটে পারছি না ঠিক কইতে এমন অনেক বোঝা আছে পারছি না ঠিক বইতে। এমন অনেক দুঃখ আছে পারছি না আর সইতে। এমন অনেক গানও আছে মজাটা যার সুরে আশেপাশের কিছু মানুষ আছে হৃদয় জুড়ে এমন অনেক মানুষ আছে কাছে থেকেও দূরে।