রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

যদি

হঠাৎ করেই জাগতে পারে

মাঝ দরিয়ার চর

অনিষ্ট সব হঠাৎ ঘটে

ঘনিষ্ট’ হয় ‘পর’।

ভূমিকম্প হঠাৎই হয়

হঠাৎ ভালোবাসা

হঠাৎ ঘটে দুর্ঘটনা

ভাঙে বুকের আশা।

চোখ ভাসবে হঠাৎ জলে

নামবে বুকে ঢল

হঠাৎ যদি পাল্টে বসে

ভোটের ফলাফল।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র মনজুর আলমের নানা কর্মসূচি
পরবর্তী নিবন্ধএসো মিলি শেকড়ের টানে, প্রিয় ক্যাম্পাসে