রাশেদ রউফ -এর অন্ত্যমিল

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:২৫ পূর্বাহ্ণ

দোহাই

কেউ থাকবে বিপক্ষে আর

কেউ থাকবে পক্ষে

তার জন্যে তর্ক হবে

ঝড় উঠবে কক্ষে।

তাই বলে কি হাত উঠবে

চলবে ছুরি বক্ষে?

ভিন্ন মতে থাকলেই কি

কেউ পাবে না রক্ষে?

দোহাই সমাজ, স্থিতু হও

সুদিন আসুক দেশটায়

শান্তিতে থাক দেশের মানুষ

সকল লোকের চেষ্টায়।

পূর্ববর্তী নিবন্ধলামায় গরুসহ ৪চোর গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমেঘ পাহাড়ের ভাঁজে, বন্ধুত্বের জলছবি