সুকুমার বড়ুয়া
সবকটি ছড়া তাঁর
অনুসর–ণীয়
ছোটোদের বড়োদের
সকলের প্রিয়।
কিংবদন্তি তিনি
ছড়া অঙ্গনে
প্রতিদিন প্রতি ক্ষণে
তাঁকে রাখি মনে।
কতো শতো অপমান
ব্যথা সয়েছি
তবু তাঁর ছড়া পড়ে
বড়ো হয়েছি।
একবার শতোবার
পড়ি বারবার
অমর স্রষ্টা তিনি
প্রিয় সুকুমার।
| সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ
