চুপ থাকলেই
চারদিকে শুধু বিরোধিতা চলে
শত্রু শত্রু খেলা
কুৎসা রটাতে উৎসব চলে
করি তবু অবহেলা।
চুপ থাকলেই রূপ বেড়ে চলে
চারদিকে বাড়ে নাম–
ঘাম ঝরলেও নীরবতা ভালো
চুপ থাকলেই দাম।
তাই তো মুখকে তালা দিতে হয়
হতে হয় সাবধান!
মুখে ভরে ওঠে যে বুক আবার
মুখে হয় খানখান।












