রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:২৮ পূর্বাহ্ণ

চুপ থাকলেই

চারদিকে শুধু বিরোধিতা চলে

শত্রু শত্রু খেলা

কুৎসা রটাতে উৎসব চলে

করি তবু অবহেলা।

চুপ থাকলেই রূপ বেড়ে চলে

চারদিকে বাড়ে নাম

ঘাম ঝরলেও নীরবতা ভালো

চুপ থাকলেই দাম।

তাই তো মুখকে তালা দিতে হয়

হতে হয় সাবধান!

মুখে ভরে ওঠে যে বুক আবার

মুখে হয় খানখান।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধগল্পগুলো চন্দ্রনাথ পাহাড়ের নয়