রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ

কপাল

বলতে পারি একেক করে

ভুল তোমাদের কী কী রে

তোমরা আছো নিজের তালে

নিজকে নিয়ে জিকিরে।

যা ঘটছে যা রটছে

কীভাবে দায় এড়াবে?

ঘরের ভেতর আগুন জ্বেলে

বাইরে বাইরে বেড়াবে?

নই নিরাপদ রাস্তাঘাটে

ঘরে থেকেও সুখ কই?

আমরা যারা ভাগ্যহারা

কপালে কেবল দুঃখই।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানই হবেন জনগণের কাঙ্ক্ষিত দেশ গড়ার স্থপতি
পরবর্তী নিবন্ধশহীদজায়া বেগম মুশতারী শফী