কপাল
বলতে পারি একেক করে
ভুল তোমাদের কী কী রে–
তোমরা আছো নিজের তালে
নিজকে নিয়ে জিকিরে।
যা ঘটছে যা রটছে
কীভাবে দায় এড়াবে?
ঘরের ভেতর আগুন জ্বেলে
বাইরে বাইরে বেড়াবে?
নই নিরাপদ রাস্তা–ঘাটে
ঘরে থেকেও সুখ কই?
আমরা যারা ভাগ্যহারা
কপালে কেবল দুঃখই।
| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩২ পূর্বাহ্ণ
