ঘৃণিত বা পূজনীয়
কর্মগুণেই এগিয়ে যাওয়া
কর্মগুণেই সম্মানিত
কর্মে যারা ‘ফোর টোয়েন্টি’
আমরা তাদের কম মানি তো!
আজকে একটি, কালকে আরেক
রূপ ধরে যে চলছে বেশ
নিজকে যদিও ‘ধন্য’ ভাবে
‘গণ্য’ তো নয়– বলছে দেশ।
মর্মমূলে কর্ম প্রধান
ঘৃণিত বা পূজনীয়
পরিণতি এমন সহজ
সারমর্ম বুঝে নিও।











