ক্ষণস্থায়ী
চেয়ারের বলে নানা কৌশলে
দিন হয়ে যায় রাত–
চেয়ার হারালে যে–কোনো সময়
সুন্দর কুপোকাৎ।
চেয়ারের জোরে রাত্রি কি ভোরে
দেখা যায় নানা ঢঙ–
চেয়ার হারালে কীর্তি–ফিরতি
সব কিছু ড ড নং।
চেয়ারের তাই স্থায়িত্ব নাই
আজ আছে কাল নাই–
আজকে যদিও গদির মালিক
কালকে যে হায় হায়!












