রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ক্ষণস্থায়ী

চেয়ারের বলে নানা কৌশলে

দিন হয়ে যায় রাত

চেয়ার হারালে যেকোনো সময়

সুন্দর কুপোকাৎ।

চেয়ারের জোরে রাত্রি কি ভোরে

দেখা যায় নানা ঢঙ

চেয়ার হারালে কীর্তিফিরতি

সব কিছু ড ড নং।

চেয়ারের তাই স্থায়িত্ব নাই

আজ আছে কাল নাই

আজকে যদিও গদির মালিক

কালকে যে হায় হায়!

পূর্ববর্তী নিবন্ধদেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয়
পরবর্তী নিবন্ধগল্পগুলো চন্দ্রনাথ পাহাড়ের নয়