রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:২৩ পূর্বাহ্ণ

কষ্টের ঢেউ

কোথাও দীক্ষা কোথাও ভিক্ষা

কোথাও চলছে ধিক্কার

কোথাও চলছে সেরকম কাজ

ভালো ও মন্দ শিক্ষার।

হাল ধরে রাখে কোনো কোনো নেতা

পাল ধরে চলে কেউ কেউ

বঞ্চিতদের সঞ্চিত নেই

কেউ করে তাই ঘেউ ঘেউ।

কষ্টের ঢেউ মানুষের বুকে

আচরণে পড়ে চাপটা

কার কত দুখ যত ধুকপুক

বোঝানো যাবে না মাপটা।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বিএনপির ছালাহ উদ্দীনকে চূড়ান্ত মনোনয়নের দাবি
পরবর্তী নিবন্ধউত্তরচল্লিশের আলোয়