ভাবুন
এঁরা বলবেন, এটা ঠিক নয়
ওঁরা বলবেন ওটা,
এঁরা আনবেন লেপ তোষক আর
ওঁরা আনবেন লোটা।
যত সম্বল লোটা–কম্বল
নড়বড়ে তাই বাড়ি
এখানে ওখানে ক্ষণে ক্ষণে শুধু
শোনা যায় আহাজারি।
যেদিকে তাকাই এলোমেলো ভাব
নড়বড়ে সব খুঁটি
ভাবুন শিকড়ে–সারাবো কী করে
অন্তর্গত ত্রুটি।
| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ
