আমরা যারা আমজনতা
যাঁরাই দেশের হর্তাকর্তা
যাঁরাই বিচারক
তাঁরাই যদি করেন এখন
অযথা বক বক–
তাঁরাই যদি কথাবার্তায়
এলোমেলো বলেন
স্ববিরোধী মনোভাবে
তাঁরাই যদি চলেন
আমরা যারা আমজনতা
কোথায় যাবো বলুন–
সম্মানী লোক আল্লাহ্র ওয়াস্তে
সম্মান নিয়ে চলুন।
| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ
