রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

আমরা যারা আমজনতা

যাঁরাই দেশের হর্তাকর্তা

যাঁরাই বিচারক

তাঁরাই যদি করেন এখন

অযথা বক বক

 

তাঁরাই যদি কথাবার্তায়

এলোমেলো বলেন

স্ববিরোধী মনোভাবে

তাঁরাই যদি চলেন

 

আমরা যারা আমজনতা

কোথায় যাবো বলুন

সম্মানী লোক আল্লাহ্‌র ওয়াস্তে

সম্মান নিয়ে চলুন।

পূর্ববর্তী নিবন্ধতরুণ প্রজন্মের জন্য চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে
পরবর্তী নিবন্ধডিমেনশিয়া:একটি নীরব বৈশ্বিক সংকট