সুর–নীতি
লুটপাট চলে এখানে ওখানে
অফিসে অফিসে দুর্নীতি
অনিয়মে চলে কর্মকাণ্ড
ব্যাহত হচ্ছে সুর–নীতি।
কাজ করবেন মাঠ বানাবেন
ঘাট বসাবেন এলাকায়–
সুযোগের যারা সন্ধানী তারা
ঘোলা করে জল খেলা খায়।
আলোর ইশারা খুঁজে পাওয়া ভার
চোখের সামনে ঘন বন–
কর্তারা থাকে কর্তার তালে
ব্যথা নিয়ে থাকে জনগণ।












