রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

সুরনীতি

লুটপাট চলে এখানে ওখানে

অফিসে অফিসে দুর্নীতি

অনিয়মে চলে কর্মকাণ্ড

ব্যাহত হচ্ছে সুরনীতি।

 

কাজ করবেন মাঠ বানাবেন

ঘাট বসাবেন এলাকায়

সুযোগের যারা সন্ধানী তারা

ঘোলা করে জল খেলা খায়।

 

আলোর ইশারা খুঁজে পাওয়া ভার

চোখের সামনে ঘন বন

কর্তারা থাকে কর্তার তালে

ব্যথা নিয়ে থাকে জনগণ।

পূর্ববর্তী নিবন্ধনগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে
পরবর্তী নিবন্ধযাত্রা থেকে ইউটিউব : সংস্কৃতির ধারা ও ক্ষয়