কোন্দল
দলের ভেতর দ্বন্দ্ব–ভারি
দলের ভেতর মারামারি
দলের ভেতর অস্ত্রবাজি
দলের ভেতর খুন–
খুন–খারাবির রিহার্সেলে
অর্জিত হয় গুণ।
এক হাতে আজ বোমার কৌটা
এক হাতে পিস্তল,
বোমাবাজি অস্ত্রবাজি
এখনকার সম্বল।
ভাই যদি হয় ভাইয়ের শত্রু
সামনে চলা দায়,
ঘরের ইঁদুর কাটলে বেড়া
ঘর কি রাখা যায়?