নিয়ম–নীতির ধারায়
কোন্ দিকে যায় রাষ্ট্র চাকা
কোন্ দিকে যায় দেশ
না বুঝলেও সবাই তো চায়
শান্ত পরিবেশ।
বাজারটা হোক শান্ত শীতল
শান্ত থাকুক মন
নিয়ম–নীতির ধারায় আসুক
সুষ্ঠু নির্বাচন।
দেশের স্বার্থ ঊর্ধ্বে থাকুক
ভাঙুক সিন্ডিকেট
ডাল–ভাতে থাক দেশের মানুষ
ভরুক সবার পেট।