রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

নিয়মনীতির ধারায়

কোন্‌ দিকে যায় রাষ্ট্র চাকা

কোন্‌ দিকে যায় দেশ

না বুঝলেও সবাই তো চায়

শান্ত পরিবেশ।

 

বাজারটা হোক শান্ত শীতল

শান্ত থাকুক মন

নিয়মনীতির ধারায় আসুক

সুষ্ঠু নির্বাচন।

 

দেশের স্বার্থ ঊর্ধ্বে থাকুক

ভাঙুক সিন্ডিকেট

ডালভাতে থাক দেশের মানুষ

ভরুক সবার পেট।

পূর্ববর্তী নিবন্ধনবী করিমের (সা.) আদর্শ অনুসরণকারী মুসলমানই প্রকৃত মুমিন
পরবর্তী নিবন্ধসোনার পুকুরপাড়